৬.৬ বিলিয়ন ফেক অ্যাকাউন্ট প্রতিরোধে এআই টুল

৫ মার্চ, ২০২০ ০১:৪৪  
বুধবার ফেসবুক এই মেশিন লার্নিং টুল উন্মোচন করেছে, যা গত বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমটি থেকে ৬.৬ বিলিয়ন ফেক অ্যাকাউন্ট মুছে ফেলেছে। খবর এনগ্যাজেট। ফেসবুকের বিদ্যমান ফেক অ্যাকাউন্টের পাশাপাশি প্রতিদিন তৈরি করা নতুন ফেক অ্যাকাউন্টও রয়েছে এই তালিকায়। গত দুই বছর ধরে টুলটি কাজ করছে বলে জানিয়েছে ফেসবুক। ফেসবুক ভুয়া অ্যাকাউন্ট প্রতিরোধে যেসব উদ্যোগ নিয়েছে তার মধ্যে অন্যতম পদ্ধতি হলো এই টুল। টুলটিতে ‘ডিপ এনটিটি ক্লাসিফিকেশন’ নামক প্রযুক্তি ব্যবহার করেছে, যা ফেসবুকের সক্রিয় অ্যাকাউন্ট এবং সকল প্রোফাইলের আচরণ বিশ্লেষণ করে। এই বিশ্লেষণের ক্ষেত্রে হাজারো কৌশল প্রয়োগ করে টুলটি। একটি অ্যাকাউন্ট থেকে কতোজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে বা কয়টি গ্রুপ ও পেজে যুক্ত হয়েছে কিংবা অনুসরণ করছে এসব বিষয় রয়েছে কৌশলগুলোর মধ্যে। ডিবিটেক/বিএমটি